নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার আয়েশা হককে সংবধর্না দিয়েছে অফিসার্স ক্লাব।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধা ৭ টায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ এর পরিচালনায় অনুষ্টিত হয় সংবর্ধনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্জ গাজী মুহাম্মদ শাহনওয়াজ এমপি ।
সভায়, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: আবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বাবুল কুমার দাস, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর, প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, আমরা সবুজের সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, কৃষক লীগ সভাপতি মাষ্টার মখলিছুর রহমান ,কনক দেব মিটু, ছাদিকুর রহমান, জামাল আহেদ, ফেরদৌস আহমেদ হ্রদয় প্রমুখ। বক্তারা বাহুবলের অভুতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বিদায়াী উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের প্রশংসা করে বলেন, বাহুবলের বালুমহাল রক্ষা ও পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন, শিক্ষার উন্নয়ন ও যানজট নিরসনের কথা উপজেলাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা বলেন, বিচক্ষণতার সাথে বিদায়ী ইউএনও উপজেলাবাসীর স্বার্থে কার্যক্রম পরিচালনা করেছেন। এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি খুব অল্প সময়ে উপজেলার সর্বস্তরের মানুষের মনে স্থান করে নিয়েছেন। উল্লেখ, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হককে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তিনি গত ১২ জুন বাহুবলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন
Leave a Reply