শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর বস্তি এলাকার সুতাং নদী থেকে সরকারী নির্দেশ অমান্য করে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদন্ড ও ২ টি ট্রাক্টর জব্দ করা হয়রছে।মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গাড়ী দুটি জব্দ ও ১ জনকে কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ফাতিমা।সরকারী নির্দেশ অমান্য করে যান্ত্রিকভাবে বালু উত্তোলনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ওই এলাকার মোঃ আলী আকবর (সোহেল) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ১টি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply