জুবায়ের আহমেদ বাহুবল(হবিগঞ্জ)হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ৭টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ওপেন লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ,র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় বাহুবল উপজেলা খাদ্য গুদামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপতিত্বে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এবার বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে আমন ধান সংগ্রহে উপজেলা কৃষি অফিসের তালিকায় রয়েছেন মোট ৮ হাজার ৪৬৪ জন কৃষক। বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে সকল ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে ওপেন লটারি অনুষ্ঠিত হয়। আমন ধান সংগ্রহে এক আলোচনা সভা ও লটারি ড্র অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দ্বীপক চন্দ্র দাস, ফুট অফিসার মোঃ নজির মিয়া,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াছ উজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন দাস,৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া তালুকদার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বার ঊমিলা রানী দেবনাথ, কৃষক প্রতিনিধি মোঃ আয়াত আলী, সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply