বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:জেলার বাহুবলে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ইভটিজিং এবং সরকারী রাস্তার পাশে অবৈধ স্থাপনা তৈরী করার দ্বায়ে দুই যুবককে দণ্ডাদেশ প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায় পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে পুটিজুরী ইউনিয়নের মল্ডলকাপন গ্রামের আল আমিন( ১৮)১০ দিন, এবং লামাতাসি ইউনিয়নের শিমুলিয়াম গ্রামের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী করার দ্বায়ে ১০ দিন পৃথকভাবে বিনাশ্রম জেল প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান,ছাত্রীকে ইভটিজিং এবং সরকারের আদেশ অনান্য করার দ্বায়ে পৃথক দু জন কে ১০ দিন করে বিনাশ্রম দন্ডাদেশ দেয়া হয়েছে।
Leave a Reply