শেখ মোঃ হারুনুর রশিদ।।
চুনারুঘাট উপজেলা ভূমি অফিসে প্রায় দেড় লাখ ঘনফুট খোয়াই নদীর অবৈধ বালু ওপেন নিলামে ডাক দেওয়া হয়।গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নুসরাত ফতিমার উপস্থিতিতে নিলাম পরিচালনা করেন সার্ভেয়ার মনির হোসেন।ওপেন নিলামে ৫ হাজার টাকা জামানত হিসেবে জমা দিয়ে অংশ গ্রহণ করেন ৫৮ জন ক্রেতা।সরকারী মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা থেকে শুরু হয় ডাক।জেলা সদর থানার লস্করপুর গ্রামের বালু ব্যবসায়ী নজরুল ইসলাম ৪ লাখ ৪৫ হাজার টাকা সর্বোচ্চ ডাক দিলে তাঁর নিকট উল্লেখিত বালু বিক্রি করা হয়।এবং বাকী জামানতকারী ৫৭ জনকে তাদের টাকা ফেরত দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন,থানার এসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার উবাহাটা অবৈধ বালু মহাল থেকে উল্লেখিত বালু জব্দ করেছিলেন ইউএনও।
Leave a Reply