নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার( মাধবপুর –চুনারুঘাট)সার্কেল নাজিম উদ্দিন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান, মুক্তিযোদ্ধা সুকোমল রায় , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান, ইন্সকপেক্টর কামরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply