নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করসহ গুণীজনদের নাগরিক সংবর্ধনা দিয়েছে গোগাউড়া দাখিল মাদ্রাসা। সোমবার দুপুরে এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার আলী মোহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুুল হক, ব্যবসায়ী কাউসার-উল গনি, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, লিটন চৌধুরী, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মাসুক মিয়া মাস্টার, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন লিজন প্রমুখ।
Leave a Reply