চুনারুঘাট সংবাদদাতা ঃ হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোর জমিতে অবৈধভাবে টিনের ঘর তৈরি করে দখল করার অভিযোগ পাওয়া গেছে ওই প্রতিষ্ঠানের পাহাড়াদার মকছুদ আলীর বিরুদ্ধে। জানা যায়, শুক্রবার সকাল থেকে সারাদিন চুনারুঘাট সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোর পাহাড়াদার মকছুদ আলী ডাক বাংলোটির পশ্চিম পাশের একটি কোনায় টিনের ঘর তৈরি করে দখল করে নেন। এ নিয়ে চুনারুঘাটের সচেতন মানুষের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ বিষয়ে পাহাড়াদার মকছুদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখানে চাকুরির সুবাধে একটি টিনের ঘর তৈরি করে খাবার হোটেল করব।
Leave a Reply