বিনোদন ডেস্কঃ এ সময়ে ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কোরবানির ঈদে তার অভিনীত দুই ডজনেরও বেশি নাটক প্রচারিত হয়েছে। তবে ঈদের পর তিনি তেমন কোনো কাজ করেননি। বলতে গেলে বেশ বড় সময়ের জন্য শ্যুটিং থেকে দূরে ছিলেন। তবে গত শুক্রবার থেকে তিনি আবার শ্যুটিংয়ে ফিরেছেন। মিজানুর রহমান আরিয়ানের ‘স্বার্থপর’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন এই তারকা। এতে তিনি জুটি বেঁধেছেন অপূর্বর সঙ্গে। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘টানা শ্যুটিং করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ঈদের পর একটু বেশি ছুটি কাটিয়েছি। এ সময় দেশের বাইরেও ঘুরতে গিয়েছিলাম। ঈদের পর দেশে ফিরে একটি মাত্র নাটকের শ্যুটিং করেছি। সঞ্জয় সমাদ্দারের ‘গেইম ওভার’ শিরোনামের এ নাটকেও আমার বিপরীতে আছেন অপূর্ব।’ তিনি আরও বলেন, ‘আমি মূলত খ- নাটকে কাজ করি। এখন বিশেষ দিবস ছাড়া খ- নাটক খুব কম হয়। কাজের চাপ কম ছিল বলেই ঈদের পর এই ছুটিটা নিয়েছিলাম। এখন বেশ ফুরফুরে লাগছে। এবার নতুন উদ্যমে কাজ শুরু করব।’
এদিকে নিজেকে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রেখে একান্তে সময় কাটাতে চাইলেও তা আর হয়ে ওঠেনি মেহজাবিনের। শোবিজ তারকাদের নামে বিভিন্ন সময় প্রকাশ হতে দেখা যায় আপত্তিকর নানা ভিডিও। যেগুলোর কোনো কোনোটি সত্য হলেও অনেকেরটাই থাকে ভুয়া। সংশ্লিষ্ট তারকার চেহারার সঙ্গে এডিটিংয়ের মাধ্যমে কোনো অশ্লীল ভিডিও জুড়ে দিয়ে তা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয় একশ্রেণির দুষ্টচক্র। এত নিখুঁতভাবে সেসব বানানো হয় যা দেখলে সত্যিকারের ভিডিওই মনে হয়। আর তা প্রকাশ হওয়ার ফলে শিল্পীদের বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। এবার তেমন পরিস্থিতির শিকার হলেন মেহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গত সপ্তাহের সোমবার ছড়িয়ে পড়ে এ অভিনেত্রীর নামে একটি আপত্তিকর ভিডিও। এরই মধ্যে মেহজাবিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপত্তিকর এ বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। যারা এসব বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এ ডিপার্টমেন্টের সংশ্লিষ্টদের তিনি অনুরোধ করেছেন। সে রাতেই ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী ক্ষোভও প্রকাশ করেছেন। মেহজাবিন লিখেছেন, ‘এটি আমাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। আমার ক্যারিয়ার ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করছে বলে আমি মনে করি। এমন একটি ফেইক ভিডিও কারও নামে ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। ভালো করে দেখলে বোঝা যায় এটি পর্নো সাইটের ভিডিও। অথচ আমার নামে এটি ছড়ানো হচ্ছে। আজকে আমার পরিবর্তে যদি এখানে কোনো একটি সাধারণ মেয়ে হতো তাহলে সেই মেয়েটি ও তার পরিবারের অবস্থা কেমন হতো কেউ কি আমরা ভেবে দেখছি? আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আমাদের আশপাশে মেয়েদের নিয়ে এমন অনেক গুজব ছড়ানো হয়। যদি আমরা সচেতন না হই তাহলে এমন আরও অনেক গুজব রটতে থাকবে।’
মেহজাবিন বরাবরই নিজের ব্যক্তিজীবন নিয়ে কোনো কথা বলেন না মিডিয়ায়। এই অপ্রত্যাশিত ঘটনা নিয়েও তিনি কোনো কথা বলতে চান না। তার ভাষ্য, ‘আমি সব সাংবাদিকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কাজের খবর ছাড়া আমার আর কোনো বিষয়েই নিউজ প্রকাশ হোক তা আমি চাই না। এজন্য ব্যক্তিজীবনকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখতে চাই সব সময়। কিন্তু সব সময় পারি না। আমি না চাইতেই অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে, যা নিয়ে কথা বলা বা ভাববার সময় নেই আমার।
সৌজন্যেঃ দেশ রূপান্তর
Leave a Reply