হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১২ হাজার ৭শ ৫৭ পরীক্ষার্থীর মধ্যে ১৪৫ জন অনুপস্থিত ছিলেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ১৮টি কেন্দ্রে এ পরীকক্ষা হয়। হবিগঞ্জের এডিশনাল ডিসি (শিক্ষা) মর্জিনা বেগম বলেন, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১১ হাজার ৭শ ৬৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩৩ জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৭১৫ পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৯ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম-এ) পরীক্ষায় ২৭৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ জন।
Leave a Reply