স্টাফ রিপোর্টার ॥ কমলগঞ্জে ডাকাতি করতে গিয়ে হবিগঞ্জের ৪ জনসহ ৫ জনকে আটক করেছে জনতা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়
পুলিশ জানায়, রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়িতে প্রাইভেটকার নিয়ে গত রবিবার গভীররাতে হানা দেয়। এ সময় আশেপাশের লোকজন মসজিদে মাইকিং করে ডাকাতদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটক ডাকাতদের মধ্যে ২ জন শায়েস্তাগঞ্জ, ১ জন বাহুবল, ১ জন চুনারুঘাট এবং ১ জন কমলগঞ্জের।
থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতরা ঘটনার কথা স্বীকার করেছে। ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply