হবিগঞ্জ শহরের ৪ ব্যবসায়ীকে পঁচা-বাসী ইফতারী ও ক্ষতিকারক ক্যামিকেল সংরক্ষণ এবং অতিরিক্ত মুল্যে ফল বিক্রির অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ। বুধবার (৫ মে) দুপুরে শহরের বাণিজ্যিক ও চৌধুরী বাজার এলাকায় পৃথক অভিযানে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। জানা যায়, ফ্রিজে আগের দিনের পঁচা-বাসী ইফতারী সংরক্ষনের অপরাধে শহরের বাণিজ্যিক এলাকার ফুড গ্যালারির মালিককে ৩ হাজার, অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে চৌধুরী বাজার এলাকার এক ফল ব্যবসায়ীকে ১ হাজার, রান্নাঘরে ক্ষতিকারক ক্যামিকেল সংরক্ষনের অপরাধে চৌধুরী বাজার-খোয়াই মুখ এলাকার খোয়াই হোটেল ও একই অপরাধে মায়া উজান-ভাটি রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, অভিযান চলাকালে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে কেনা-কাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ জানানো হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা সেনিটারী ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন ও পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply