নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মুস্তাফিজুর রহমান নামে দাঁতের এক ভুয়া চিকিৎসকে একমাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরের খালিক মঞ্জিলের অপর পাশে নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ দন্ডাদেশ দেন। জানা যায়, ওই চিকিৎসকের কাছে সেবা নিয়ে সেনাবাহিনী এক সদস্যর তিনটি দাঁত নষ্ট হয়ে যায়। পরে সেনাবাহিনীর ওই সদস্য দাঁত নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে ওই চিকিৎসক ভুক্তভোগীকে গালিগালাজ করে চেম্বার থেকে বের করে দেন। পরে সেনাবাহিনী ওই সদস্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ওই চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করেন। নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মুস্তাফিজুর রহমান কে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে চিকিৎসার সনদপত্র দেখাতে না পারায় তাকে এ দন্ডাদেশ দেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, তিনি চিকিৎসক ঠিক আছে কিন্তু চিকিৎসক হলেও নামের আগে ডা. ব্যবহার করেন। ওই চিকিৎসক যে চিকিৎসা করেছেন সেই চিকিৎসার যোগ্যতা নাই ওনার। তিনি দাঁতের অপারেশন করেছেন কোন এক্সে ছাড়াই। তাই তিনটা দাঁত ও দাঁতের মারি নষ্ট হয়ে যায়। অবশ্য এক জন চিকিৎসক তার যোগ্যতা নিয়ে এত বড় অপারেশন করতে হবে। এই চিকিৎসকের যোগ্যতা না তাকায় জরিমানা ও বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply