নিজস্ব প্রতিনিধি: মৌভীবাজার থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক রাজনগর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, তিনি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের কার্যকর কমিটির সদস্য ও জাতীয় দৈনিক কালের খবর, দৈনিক দিগন্তর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সিলেট বিভাগীয় সিলেটের আলো, সিলেটের দিনকাল, সিলেটের হালচাল , সহ বেশকিছু পত্রিকাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
গত ৫ অক্টোবর ২০২০ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জনাব আক্তার হোসেন সাগর তার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় সম্পাদক নব নিযুক্ত বার্তা সম্পাদকের সার্বিক সাফল্য কামনা করেন।
রাজনগর বার্তা পত্রিকার, বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়া সৈয়দ সিরাজুল ইসলাম হাসান দীর্ঘ দিন সিলেটের আঞ্চলিক এবং জাতীয় একাধিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সিলেট আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক সিলেটের আলো পত্রিকা থেকে তার হাতেখড়ি।
সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply