নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে চা- বাগানসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। আজ রবিবার (২৫ অক্টোবর ) পরিদর্শনে গিয়ে এ অনুদান প্রদান করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের কাছে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জমান শামীম ও মিসেস শামছুজ্জমান লিমা, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ময়না মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য তৌফিক আহমেদ, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সামাজিক দূরত্ব মেনে উপজেলায় ৮৪টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে। সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদী দুর্গোৎসব পালন হচ্ছে । উপজেলা চেয়ারম্যান বলেন, পূঁজা মন্ডপ গুলোতে মাস্ক ব্যবহার, শোভাযাত্রা না করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে।
Leave a Reply