গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে
দেওয়ান ফরিদ গাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
বাহুবল এর আয়োজন দেওয়ান ফরিদ গাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২০২০ইং।
স্থান – আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ মাঠ, মিরপুর, বাহুবল।
উদ্বোধনী তারিখ – ২ অক্টোবর ২০২০ইং রোজ- শুক্রবার
নিয়মাবলী
১. প্রত্যেক দলকে ১৫০০টাকা করে কর্তৃপক্ষের নিকট এন্ট্রি ফি জমা দিতে হবে ।
২. প্রত্যেকটি খেলা নক- আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
৩. প্রত্যেক দলকে খেলার যাবতীয় সরংজাম সঙ্গে আনতে হবে।
৪. খেলা চলাকালীন অবস্থায় রেপারীর সিদ্ধান্ত বলে গণ্য হবে।
৫. এক টিমের খেলোয়াড় অন্যটিমে অংশগ্রহণ করতে পারবে না।
৬. খেলা শুরুর নির্ধারিত সময় বিকাল ৪ ঘটিকায়। প্রত্যেক দলকে খেলার ৩০মিনিট আগে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে।
৭. কোনো দল যদি মাঠে উপস্থিত না থাকতে পারে, খেলার ১দিন আগে কর্তৃপক্ষকে জানাতে হবে।
৮. খেলায় কোন দল যদি কোন প্রকার সমস্যা সৃষ্টি করে, তাহলে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুরস্কারবলী
প্রথম পুরস্কার
১টি মোটরসাইকেল
২য় পুরস্কার
১টি ফ্রিজ
৩য় পুরস্কার
১টি টিভি
এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, সেরা গোল দাতা, সেরা গোল কিপারের পুরষ্কার থাকবে।
যোগাযোগ এর ঠিকানা
আই.সি.টি জোন
গণি জাহান কমপ্লেক্স, ইসলামী ব্যাংক নিচতলা, কলেজ রোড, মিরপুর, বাহুবল, হবিগঞ্জ।
মোবাইল আমির – ০১৭১০-২৮৪৪৫৪
একাডেমির ম্যানেজার
তারেক রহমান
মোবাইল – ০১৭৫৫-৩৭৩১২১
প্রতিষ্ঠাতা সভাপতি
গীতিকার এম আর মামুন
মোবাইল – ০১৭১২-৫৮৭২৭৮।
Leave a Reply