স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন, বাস চালক আবুল কালাম ও তৌকির হাসান। আবুুল কালাম কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গংগানগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে ও তৌকির হাসান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের সুুলতান উদ্দিনের ছেলে। জানা যায়, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী রিয়েল কোচ উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালক আবুল কালামসহ দুই জনের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয় । তাৎক্ষনিক নিহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে, বাহুবল প্রতিনিধি রাজুু সরকার জানান, দুুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকার মহিষদুলং নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি বাস মহিষদুলং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ট্রাকচালক সোহেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাসান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্র্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ জনের মৃৃত্যু। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরেকজন মারা গেছেন।
Leave a Reply