নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডেউয়াতলী বাজারে পানছড়ি মৌজার ১১৪৭ খতিয়ানের ৩৯৮ দাগের কোটি টাকার সরকারি খাস জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাঠ। খোজনিয়ে জানাগেছে আউলিয়া বাজার ব্যবসায়ীরা একসময় সেখানে মাছ বাজার হিসেবে ব্যবহার করতেন। কিন্তু উক্ত বাজারটি কতিপয় লোকজন স্থানান্তর করলে ইদানীং বাজার কমিটির কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের অবস্থানমত জায়গা দখল করে কেনাবেছা করছেন এমনকি দখল করে মালিকানাদাবী করছেন।এদিকে সরকারি জায়গা দখল করে রুবেল মিয়া দোকানঘর বিল্ডিং তৈরী করেছেন। এছাড়াও মো: জিতু মিয়া, সারাজ মিয়া, মাফুজ মিয়া, আহাম্মদ আলী সরকারি জমি দখল করে রেখেছেন এবং হাফ ওয়াল পর্যন্ত পাকা করনে। তারা যেকান সময় বিল্ডিং করার পায়তারায় লিপ্ত রয়েছেন। ব্যবসায়ী আরজু মিয়া ও স্থানীয় লোকজন জানান, এসব সরকারি জায়গা দখলে নেতৃত্বে রয়েছেন বাজার কমিটির কয়েকজন নেতাকর্মী। তারা নিজেদের চাহিদামত জায়গা কেনা বেচা করছেন। স্থানীয়দের দাবী সরকারের খাস জমি দখলবাজদের কবল থেকে এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দ্রæত দোকান নির্মাণ করে বরাদ্দ না দিলে আরও অনেক জায়গা এভাবে বেদখল হয়ে যাবে। অভিযুক্ত রুবেল মিয়া জানায়, আমি বাজার কমিটির কাছ থেকে খরিদ করেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, সরকারি জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে । শিগগিরই এসব উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা দখলমুক্ত করা হবে।
Leave a Reply