মুহাম্মদ দিলোয়ার হোসাইন, বানিয়াচং: বানিয়াচংয়ে সাংবাদিক রায়হানের মুক্তির দাবিতে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আইনের মামলায় কারান্তরীণ বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমনের মুক্তির দাবি করেছে বানিয়াচং প্রেসক্লাব। সোমবার ( ২৯ জুন) সন্ধা ৭টায় বড় বাজার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোশাহেদ আলী শাহেদর সভাপতিত্বে (কালের কন্ঠ) ও সাধারণ সম্পাদক (বাংলাদেশ খবর) খলিলুলর রহমান খলিলের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দি ট্রাইব্যুনালের স্টাফ রিপোর্টার ও ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া (দৈনিক মানব জমিন, চ্যানেল এস ও সিএনএন বাংলা টিভি), শিব্বির আহমদ আরজু, ( দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক খোয়াই ও তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম), দেওয়ান শুয়েব রাজা ( ফ্রিল্যান্স সাংবাদিক), আব্দাল মিয়া (দৈনিক ডেসটিনি), মো. সাহিদুর রহমান ( দৈনিক খোয়াই ও তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম) জসিম উদ্দিন (সিলেট ট্রিবিউন), মো. আশিকুল ইসলাম (দৈনিক সময়ের আলো), শেখ সফিকুল ইসলাম সফিক (দৈনিক পরিবর্তন ও সিনিয়র স্টাফ রিপোর্টার বিবিয়ানা তৌহিদুর রহমান পলাশ (প্রেসক্লাব কোষাধ্যক্ষ), আজহার উদ্দিন শিমুল (একাত্তরের কথা) আনোয়ার হোসেন (দৈনিক হবিগঞ্জ সময়), পিয়ানুর আহমেদ হাসান, মাসুক মিয়া, মাজহারুল ইসলাম অপু (দৈনিক প্রভাকর) আল আমিন খান (বাংলা টিভি), তানজিল হাসান সাগর ( আমার হবিগঞ্জ), তাপস হোম ( বিডি ওয়ার্ল্ড নিউজ), আক্তার হোসেন আলহাদী (এনটিভি), তাওহিদ হাসান ( দৈনিক ২৪ ডট কম)সহ মূল ধারার প্রায় ৩৫ জন সাংবাদিক। নেতৃবৃন্দ বলেন, আমাদের সহকর্মী সাংবাদিক রায়হান উদ্দিন সুমনের মুক্তি চাই এবং হবিগঞ্জে সংবাদ সংক্রান্ত বিষয়ের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ আলী ফরহাদ ও বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলমসহ সকল সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানাচ্ছি ।
Leave a Reply