নুর উদ্দিন সুমন : পুলিশের তৎপরতায় হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিভিন্ন অঞ্চল থেকে গত একমাসে অন্তত ২০ লক্ষ ৪৭হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩১জনকে আটক করে তাদের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার তালিকায় রয়েছে গাঁজা ১৭২.৪কেজি, ইয়াবা ৬৩০ পিস, ভারতীয় মদ, ৮ বোতল উদ্ধার করা হয়। থানা সুত্রে জানাগেছে চলতি মাসের ১ তারিখ পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০লক্ষ ৪৭ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার এবং ৩১জনকে গ্রেফতার করা হয়। ওসি শেখ নাজমুল হক বলেন, ভারতের সঙ্গে এ উপজেলার সীমান্ত ঘেষা ফলে এখানে মাদকের আগ্রাসনও বেশি। উপজেলায় ডাকাতিসহ ছোটখাটো ঘটনা অনেক কমে গেছে, মাদকও তুলনা অনুযায়ী কমেছে। উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগীতা পেলে এবং এইগতি ঠিক থাকলে মাদকও শূন্যের কোটায় নামিয়ে আনব। মাদক শুধু পুলিশ রক্ষা করবে না জনগণকেও রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর। মাদকরোধে অভিযান চলছে, চলবে। ওসি আরও বলেন, প্রতিজ্ঞা একটাই, হয় মাদক ব্যবসায়ী থাকবে নতুবা আমি থাকব। মাদকের বিষয়ে আমার কোন ছাড় নেই। সার্বিকভাবে আমরা চুনারুঘাটকে রক্ষা করব, ইনশাআল্লাহ।
Leave a Reply