নুর উদ্দিন সুমন।। কুমিল্লা চাঁদপুর থেকে চুনারুঘাট ফেরার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পুলিশের চেকপোষ্টে ১২জন লোককে আটক করে হোম কোয়ারান্টাইনে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ। আজ রাত ১০টায় উপজেলার নতুন ব্রিজ চেকপোস্টে তাদেরকে আটক করা হয়। চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলাম ও এএসআই কমাল হোসেনসহ একদল পুলিশ। আটককৃতরা চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা-বাগানের শাওতাল লাইন এলাকার চা- শ্রমিক বলে জানাগেছে। আটক শ্রমিকরা জানায় তারা ৬মাস পুর্বে কুমিল্লা চাঁদপুর বাখরপুর এম এফ বি ইটভাটায় কর্মরত ছিলেন। মালিক পক্ষের চুক্তিমত ব্রিক-ফিল্ডের কাজ গত ১৯ এপ্রিল শেষ হয়েছে। তাই তারা আজ নিজ এলাকা ফিরে আসতে চাইলে পুলিশ প্রশাসন তাদেরকে হোম কোয়ারান্টাইনে প্রেরণ করেন।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান দেশের মহামারি করোনাভাইরাস এর কারণে তাদের নিরাপত্তার সার্থে তাঁদেরকে হোম কোয়ারান্টাইনে রাখার জন্য স্থানীয় মেম্বার চন্দ্র তীতীর জিম্মায় দেয়া হয়।
Leave a Reply