যীশু আচার্য্য,সিলেট:
করোনা সংক্রমণ এড়াতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের আখালীয়া নতুনবাজারে অবস্থিত রাতুল ভেরাইটিজ ষ্টোর এর স্বত্বাধিকারী রাংকু দাশ ও রথীন্দ্র দাস ভক্ত এর উদ্যাগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা করে গেট বানিয়ে মানুষের সমাগম একসাথে না হতে তথা করোনা রোধে সময়োপযোগী উদ্যাগ নিয়েছেন।
জানা যায় নতুনবাজারে রাতুল ভেরাইটিজ ষ্টোরে ক্রেতা সাধারণ সবসময় লাইন ধরেই ক্রেতারা পাইকারি খুচরা বাজার করেন।
এখন করোনার সংক্রমণ এড়াতে ২ জন করে ক্রেতা গেট দিয়ে প্রবেশ করে বাজার করে বের হবার পর আরও ২ জন কে প্রবেশ করতে হচ্ছে।
ক্রেতারাও সন্তুষ্ট এরকম সময়োপযোগী পদক্ষেপ দেখে।
রাতুল ভেরাইটিজ ষ্টোর কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বলেন,দোকানে সবসময় জনসমাগম হয় ও কতধরনের লোকজনই আসে কাজেই করোনার সংক্রমণ এড়াতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এবং সবাইকে সতর্ক করছি সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করোনা বিস্তার লাভ করতে না পারে।
এবং যারা হোম কোয়ারান্টাইনে বাসায় আছেন তারা ০১৭১১৯৭৫১৮৮/ ০১৭১২৬৫০১৫৬ নাম্বারে কল দিলে তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা ও করা হয়েছে। তাদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী বাহিরে ঘুরাঘুরি না করে ঘরে থাকতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply