নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাটে সুমি নামের এক গৃহবধূ ভাতিজির ঘরবাড়ী দখল করে রামদাদিয়ে কুপিয়ে হাসপাতাল পাঠাল চাচা ভাতিজা এমন অভিযোগ ভাতিজীর। ওই গৃহবধূ ভাতিজী বিশ্রাবন জহুর আলীর মেয়ে। এদিকে হাসপাতালে সুমি নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আহত সুমি জানায় তার বাবা একজন দিনমজুর তার কোন ভাই নেই তারা ৫ বোন তাঁদের কোন ভাই না থাকায় চাচা এবং চাচাত ভাইরা তাদের পিতার অংশের জমি তারা জোড়পুর্বক দখল করতে যায়।
গত শুক্রবার সকাল ৯টায় চাচা কাছুম আলী ও মোশাহিদ আলী ও চাচাত ভাই এমরান গংরা সুমির বানানো একটি ঘর জোড়পুর্বক ভাংচুর করে দখলের চেষ্টা চালায় এসময় সুমি বাঁধা দিলে তারা সুমিকে রামদা দিয়ে ক্ষুপাতে শুরু করে তখন সুমি রামদার ক্ষুপ পিড়াতে চাইলে ডান হাত কেটে ৬টি সেলাই লাগে। এছাড়াও তার সারা শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন যেমন দেখলে বুঝা জায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। সুমি আরও জানায় ইতিপূর্বেও তাদের অত্যাচারের বিচার ছেয়ে থানায় একাধিক অভিযোগ দিয়েছে কিন্তু চাচারা প্রভাবশালী হওয়ায় সবকিছু ম্যানেজ করে ফেলে। সুমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চান।
Leave a Reply