শেখ মোঃ হারুনুর রশিদ।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় মানুষ প্রায় দিশেহারা।এ পর্যন্ত এর কোন প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি কেউ।বিশ্ব সাস্থ্য সংস্থা(WHO) সবাইকে সচেতন,সতর্ক নিরাপদ দর্রত্ব বজায় রাখাসহ মাস্ক পড়া ও বার বার হাত ধোয়ার ওপর জোর দিয়েছে।বাংলাদেশ সরকার ও বলছে একই কথা।এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ জনগনের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিতরণ করছেন মাস্ক ও স্যানিটাইজার। এরই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন তাঁর নিজ ইউনিয়ন রাণীগাঁওয়ে ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার মাস্ক ও ১ হাজার মিনি ডেটল সাবান(স্যানিটাইজার) বিতরণের উদ্যোগ নিয়েছেন। All-focus[মাস্ক পড়িয়ে দিচ্ছেন মোস্তাফিজুর রহমান রিপন]
সোমবার (৩০ মার্চ) বিকাল ৫ টায় ইউনিয়নের গাজীগঞ্জ বাজারে অনেকগুলো মাস্ক ও সাবান বিতরন করেছেন।এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,করোনাভাইরাসে বিশ্বব্যাপী মহামারি দেখা দিয়েছে।পৃথিবীর উন্নত দেশগুলোও আজ দিশেহারা।একমাত্র আল্লাহতায়ালার রহমত ব্যতিত এই করোনাভাইরাস নামক গজব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই।তাই তিনি সবাইকে আল্লাহর হুকুম যথাযভাবে পালন করার অনুরোধ করেছেন।তিনি আরো বলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি মহোদয়ের দেওয়া বরাদ্ধের কিছু অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন।ভবিষ্যতে সরকার থেকে এই ইউনিয়নের অসহায় দরিদ্রদের জন্য যত বরাদ্ধ আসবে তা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।তিনি সবাইকে জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে না যেতে অনুরোধ করেছেন।এসময় উপস্থিত ছিলেন এনটিভি’র চুনারুঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু।
Leave a Reply