শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

এনি লস্করের হোম কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সচেতনতামুলক লিপলেট এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা জেলা মহিলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা জাহান এনি লস্কর। তিনি হোম কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের মাঝে এ মাস্ক ও সচেতনতামুলক লিপলেট এবং ফলমুলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । বৃহস্পতিবার কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক দিনমুজরদেরকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান মূলত যারা কোয়ারেন্টাইনে আছে, তাদের ঘরের মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে কোয়ারেন্টাইনে থাকা যেসক লোক রুজিরোজগার করতে পারেনা তাদের সব বাড়ি বাড়ি গিয়ে খাদ্য-সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ । এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীকুটা-নরপতি বাজারে এনি লস্কর মাস্ক ও সচেতনতামুলক লিপলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হেলিওস হোল্ডিংস কোম্পানি লিমিটেডের এমডি এম.এ মালেক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, সদর ইউপি চেয়ারম্যান কাউছার বাহার, চুনারুঘাট (অর্গানাইজেশন) উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক(অর্থ বিষয়ক) ডাঃ মুসলিম উদ্দিন, প্রমুখ। পরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে টমটম ড্রাইভার, রিকশা ড্রাইভার ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com