নুর উদ্দিন সুমন : সরকার নারীদের শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সমাজের সব জায়গায় বসাতে কাজ করছেন। ইতিমধ্যে প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মহিলাদের নিয়োগ দেয়া হচ্ছে।
আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়েও উনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব এখন বিশ্বের কাছে রোল মডেল। যারা একসময় আমাদের শাসন করতো সেই পাকিস্তান এখন বাংলাদেশের মত হতে চায়। দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমি ইতিমধ্যে বিমান কে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করতে সক্ষম হয়েছি। এখন পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে কাজ করছি। আশাকরছি পর্যটন শিল্পেও বিপ্লব ঘটবে।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী উবাহাটা আজিজিয়া মহিলা দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় এবং মিলাদ মাহফিল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি উপরোক্ত কথাগুলি বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।
উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার সালেহা বেগম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুর রহমান, মাদ্রাসার সহ সুপার ইজ্জত আলী খান শিক্ষক শহীদ উদ্দিন জোসনু। মাওলানা ইরফান আলি, মাওলানা আব্দুল মান্নান মাওলানা আবদুস সুবহান আহমদুল হক ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply