নিজস্ব প্রতিনিধি: সিলেট বিভাগের ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম (বার) বলেছেন, সেবা পেতে বা অভিযোগ জানাতে এখন সাধারণ জনগণকে আর থানায় আসতে হবে না। পুলিশই জনগণের কাছে যাবে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেটে বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলে সম্প্রসারিত বিট পুলিশিং র্কাযক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘মুজবি বর্ষে অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল থানা পুলিশ প্রশাসন আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যববিাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশ র্কাযক্রম সর্ম্পর্কিত মত বিনিময় সভায় বভিাগীয় পুলশি কমশিনার আরও বলেন, সেবা পেতে বা অভিযোগ জানাতে এখন সাধারণ জনগণকে আর থানায় আসতে হবে না। পুলিশই জনগণের কাছে যাবে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেটে বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যাকাণ্ডের ঘটনা উল্লখে করে ডিআইজি কামরুল আহসান বলনে, সামান্য বিবাদ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তাই বিট পুলিশের লক্ষ্য হবে এসব ছোটখাট বিবাদ শুরুতেই স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের সাহায্যে মিমংসা করে দিতে সাহায্য করা।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেকের সঞ্চালনায় ও জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের পিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতরিক্তি সহকারী পুলশি সুপার (অপরাধ) আনোয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব, কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা সাবেক স্বাস্থ্য উপ-পরিচালক ডা. হরপিদ রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), উপজলো আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক শহীদ হোসেন ইকবাল, স্থানীয় পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply