নিজস্ব প্রতিনিধি : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাসিক অপরাধ সভায় এএস আই মোঃ আব্দুল হান্নানসহ দশ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয় । গত সোমবার (১৩ জানুয়ারি) ১০টায় এসএমপি’র পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে ২০১৯ এর ডিসেম্বর মাসে মাদকদ্রব্য উদ্ধার ও মামলা নিষ্পত্তি, বিচারের জন্য অধিক সংখ্যক মামলা প্রস্তুত, মামলা নিষ্পত্তি ও এফ এম প্রেরণ, অধিক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়, অধিক সংখ্যক পরোয়ানা তামিল, অধিক সংখ্যক মামলা ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এসএমপি’র এসআই (নিরস্ত্র) মো. আবু রায়হান নুর, মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি); এসআই (নিরস্ত্র) সৌমেন দাস, মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি); এসআই (নিরস্ত্র) মোহাম্মদ জানু মিয়া, এসএমপি কোর্ট; এসআই (নিরস্ত্র) রাজীব কুমার রায়, মোগলাবাজার থানা; সার্জেন্ট মো. ফাহাদ চৌধুরী, ট্রাফিক বিভাগ; এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল হান্নান, কোতোয়ালী মডেল থানা; এএসআই (নিরস্ত্র) মো. আপন মিয়া, দক্ষিণ সুরমা থানা; এএসআই (নিরস্ত্র) মো. ওসমান, এসএমপি কোর্টদেরকে পুরস্কৃত করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। পুলিশ কমিশনার বলেন, সিলেট শহরবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করা ও কোন জনগণ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়ে এবং তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তিনি শহরের চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপরারেশন) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিওল ইসলাম, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জগণসহ আরও অনেকেই।
Leave a Reply