আজিজুল হক নাসির চুনারুঘাট: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশীরি গ্রামের মানবিক সংগঠন হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে ১শ ২০জন হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। (২৭ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কালিশিরী বাজারে পুলিশ সদস্য রিপন আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট ইমরান লস্কর। এসময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আজগর আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ চান মিয়া লস্কর, মোঃ আঃ হাই, মোঃ আব্দুর রহিম, কাজী কাওছার, নোমান হোসাইন, রাসেল ভূইয়া, মিলন মিয়াসহ স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শীত বস্ত্র বিতরনে প্রবাস থেকে সহযোগীতা করেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হাসান শিবলী ভূ্ইয়া ও মহরম আলী হোসেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, মূলত এ সংগঠনটি সমাজের ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে থাকে। উপস্থিত বক্তারা সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও সংগঠনের চলমান সামাজিক কার্যক্রম যাতে সব-সময় অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন । উল্লেখ্য, সংগঠনটি প্রবাসী ও এলাকার যুব সমাজের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।
Leave a Reply