শাহ মোহাম্মদ দুলাল বাহুবল :Nexus কোচিং সেন্টার,একটি ব্যতিক্রমধর্মী প্রাইভেট পাঠদানের আস্থার অবিচল পয়েন্ট। ২০১৭ সালের বাহুবলের হামিদনগরে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা প্রতিষ্টা লাভ করে নেক্সাস কোচিং সেন্টার।দীর্ঘ দু’বছর সুনাম এবং সাফল্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। উপজেলায় প্রশংসনীয়তার মধ্য দিয়ে পরিচিত লাভ করে আসছে এক ঝাক মেধাবী অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিষ্ঠিত Nexus কোচিং সেন্টার। বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের ২০২০ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।এতে বাহুবলের সুনামধন্য Nexus কোচিং সেন্টার অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে।
এই কোচিং সেন্টার থেকে মোট ২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় ২য়,৩য়,৫ম,৬ষ্ঠ,৭ম ও ১২ তম স্থান সহ শতভাগ সাফল্য অর্জন করে। এমন সাফল্যে শিক্ষার্থী ও তাদের অভিভাবকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন Nexus কোচিং সেন্টারের পরিচালকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।মেধাক্রম অনুসারে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো- সিদ্ধার্থ পাল প্রয়াগ(২য়)নওশাদ আক্তার ফাবিহা(৩য়), ওয়াহিদুল ইসলাম ইয়াছিন (৫ম), তানিয়া মেহজেরিন শোভা (৬ষ্ঠ),
ফাতেমা তুজ জোহরা তানহা(৭ম), শেখ ইলিয়াস আহমেদ (১২তম), শিমরান আহমেদ তাবাসসুম (১৪তম), শেখ রাকিব শাহরিয়ার তামিম (২০তম),
ইব্রাহিম ইসলাম জিশান(২৭তম), সীমা দাস(৩০তম),
মোস্তাকিম রায়হান (৪১তম), তাজ উদ্দিন রিপন(৪২তম), দূর্জয় কান্ত গোপ(৪৪তম), মাহবুবুল আলম মাহি(৪৫তম), শেখ ফয়ছল আহমেদ (৫৪তম), ফাহিম সরকার (৫৫তম), শাকিব আল হাসান (৬২ তম),গৌর ঘোপ(৬৫তম), মোঃ মুহিন আহমেদ (৬৯তম) আকাশ দেব (৮১ তম),
মোঃ ফেরদাউস(৯৫ তম), নাঈমা আক্তার সুর্মি(৯৭তম), মোঃ ফাহিম মিয়া(১০৩ তম),
সাবিনা আক্তার শোভা (১১১তম), রুমেনা আক্তার (১১৯তম) মাহফুজুর রহমান সজিব(১৩২ তম),
মোছাঃ শিফা আক্তার (১৪১তম), তনিমা আক্তার তিনা(১৫০তম)
Leave a Reply