বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে চাঁদাবাজী ও মারপিটের মামলা করায় বাদী ও স্বাক্ষীর ৭০টি ফলজাত গাছ কর্তন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ আপন ভুবনে মানুষের ভালবাসায় সিক্ত বিখ্যাত ফুটবলার হামজা হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেপ্তার ৩ চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে অভৈধভাবে মাটি ও বালু উত্তোলনে বাঁধা দেয়ায় কুপিয়ে জখম লাখাইয়ে স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে ডির্ভোসি প্রেমিকার অনশন চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক তিন আসামী গ্রেফতার সাবেক এমপি জাহির ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির বিবরণী চেয়ে দুদকের নোটিশ সাংবাদিক অলিউল্লাহ নোমানের সাথে চুনারুঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল আলী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪২০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রভাকরপর গ্রামের আনোয়ার চৌধুরীর পর এবার ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সিলেটের বিশ্বনাথের মকলবুল আলী। যুক্তরাজ্যের ব্রাডফোড শহরের বাসিন্দা সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পার্শ্ববর্তী পশ্চিম চাঁন্দশীরকাপন গ্রামের মদরিছ আলী ও কামরুননেছা দম্পতির একমাত্র ছেলে মকবুল। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে মকবুল আলী সর্বকনিষ্ট।

গত ৩০ অক্টোবর তাকে যুক্তরাজ্যের ‘ডোমিনিক্যান রিপাবলিক অ্যান্ড নন-র‌্যাসিডেন্ট অ্যামবেস্যাডর টু-দ্য রিপাবলিক অব হাইতি’র ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের স্পিকার ও সিভিক মেয়র বিশ্বাথের ধরারাই গ্রামের বাসিন্দা আয়াছ মিয়া বিষয়টি নিশ্চত করেছেন। মকবুল আলীকে অভিনন্দন জানিয়ে তিনি এ প্রতিবেদককে বলেন, গত ৩০ অক্টোবর থেকে মকবুল আলীকে ‘ডোমিনিক্যান রিপাবলিক অ্যান্ড নন-র‌্যাসিডেন্ট অ্যামবেস্যাডর টু-দ্য রিপাবলিক অব হাইতি’র ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের ২৯ আগস্ট সে দেশের সরকারি ওয়েবসাইটে মকবুল আলীর ছবিসহ তাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার বিষয়টি আপডেট করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন বলেও জানান স্পিকার আয়াছ মিয়া।

এদিকে, মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়ার খবরে তার গ্রামের বাড়ি চাঁন্দশীরকাপন গ্রামে চলছে আনন্দ-উৎসব। বাড়িতে পরিবারের কেউ না থাকলেও চাচাতো ভাই ও ভাতিজারা গ্রামে মিষ্টি বিতরণ করেছেন।

বাড়িতে থাকা মকবুল আলীর ভাতিজা লুৎফুর রহমান জুয়েল জানান, তার চাচা চল্লিশোর্ধ্ব মকবুল আলীর জন্ম যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরে। এ পর্যন্ত দুবার দেশে এসেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালের প্রথম দিকে দ্বিতীয়বার দেশে এসে দুই সপ্তাহ বাড়িতে অবস্থান করেছিলেন। এ সময় তিনি আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন।

জুয়েল জানান, বিট্রিশ রাষ্ট্রদূত হওয়ার আগে তার চাচা মকবুল আলী মধ্যপ্রাচ্যের বাহরাইনে ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। এর আগে মিশরের কায়রোতে ব্রিটিশ দূতাবাসেও নিযুক্ত ছিলেন তিনি। লিবিয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় গ্রুপের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মকবুল আলী।

যুক্তরাজ্যের সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য ২০১০ সালে মকবুল আলী ‘অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার ‘ওবিই’ খেতাবে ভূষিত হয়েছিলেন। সে সময় যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘ওবিই’ খেতাবে ভূষিত করেন বলে জানান জুয়েল।
সুত্রঃ আজকের সিলেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com