বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে রেল লাইনে জীবনের ঝুকি নিয়ে ব্যবসা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৪০২ বার পঠিত

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার রেল ক্রসিংয়ের নিকট জীবনের ঝুকি নিয়ে অর্ধশতাধিক লোকজন সবজি ব্যবসা করছে। এতে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রতিদিন ওই রেল লাইন দিয়ে ঢাকা-সিলেট চট্টগ্রাম জয়ন্তিকা, পারাবত, কালনী, উপবন, উদয়ন, পাহাড়িকা ও তেলবাহী গাড়িসহ ২৫টিরও বেশি গাড়ি চলাচল করছে। গাড়ি আসার সাথে সাথেই ওই সবজি ব্যবসায়ীরা সরে পড়েন। তাছাড়া অনেকেই রেল লাইনের কাছে বসেই দোকানদারী করছে। সম্প্রতি দাউদনগর বাজার ভেঙ্গে মার্কেট করার কারণে এসব ব্যবসায়ীরা রেল লাইনের উপর দোকান চালিয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীরা জানান, আমরা পেটের দায়ে জীবনের ঝুকি নিয়ে রেল লাইনের পাশে দোকানদারী করছি। কি করব, মরে গেলে মরে যাব। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ের একজন কর্মকর্তা জানান, আমরা বার বার নিষেধ করার পরও তারা রেল লাইনের উপর দোকানদারী করছে। আমাদের কথার কোন কর্ণপাত করেনি তারা। যদি কোন দুর্ঘটনা ঘটে তবে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com