সুশীল চন্দ্র দাস : হবিগঞ্জের লাখাইয়ে ৮টি ডাকাতি মামলার পলাতক আসামী আলজার মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মনতৈল করাব এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থান অফিসার ইনচাজ অসি মো:সাইদুল ইসলাম সাহেবের নেতৃত্বেএস আই সজিব দেব ও এস আই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পুর্ব বুল্লা গ্রামের সাজু মিয়ার পুত্র। লাখাই থানার (ওসি) তদন্ত অজয় চন্দ্র দেব জানান, ডাকাত আলজার মিয়া একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
Leave a Reply