শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে।চুনারুঘাট উপজেলার ডাক্তার ওয়াহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১১ই সেপ্টেম্বর বুধবার বিকাল আড়াইটায় হবিগঞ্জ থেকে চুনারুঘাটের উদ্দেশ্যে একটি নোহা গাড়ি নিয়ে রওয়ানা দিয়ে ধুলিয়াখাল এলাকায় পৌছালে বেপোরোয়া হবিগঞ্জ-সিলেট বিরতীহিন একটি বাস গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে নোহা গাড়িটি দুমড়ে মুছড়ে যায় এবং গুরুতর আহত হয়েছেন তিনি।আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার ওয়াহিদুল ইসলাম শ্বাসকষ্ট, হাপানি, যক্ষা, এলার্জি, ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগী সপ্তাহের রবিবারে চুনারুঘাট সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে রোগী দেখতেন।তাঁর গ্রামের বাড়ি আহাম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামে।বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Leave a Reply