আজিজুল হক নাসীর ঃ-চুনারুঘাট উপজেলার কুখ্যাত ডাকাত নজরুলকে ধাওয়া করে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর রাত সোয়া নয়টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে নজরুলকে গ্রেফতার করান। উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামে লুকিয়ে থাকা ডাকাত নজরুল পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাকে পাকড়াও করে ধরতে সমর্থ হয়। ডাকাত নজরুল উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামের ওহাব উল্লাহর পুত্র। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি শেখ নাজমুল হক।
উল্লেখ্য, ওসি শেখ নাজমুল হক চুনারুঘাট থাকায় যোগদানের পরপরই মাদক ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় কয়েকটি মাদক চালানকারবারি সহ আটক, ১৮ ডাকাতির মামলার আসামি কমলঞ্জের সুলাইমান চুনারুঘাট থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হবার পর কুখ্যাত ডাকাত নজরুলকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply