অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরইমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার ঘোষিত ওই নেই ওপেনার তামিম ইকবাল।
সাময়িক বিরতি নেয়ায় ধারণা করা হচ্ছিল দেশের মাটিতে টেস্ট দলে সুযোগ পেতে যাচ্ছেন ইমরুল কায়েস। কিন্তু দলে রাখা হলো না তাকে।
দল ঘোষণার সময় অবশ্য ইমরুলকে না রাখার কারণটাও জানিয়ে দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানান, নির্বাচকদের ভাবনাতে থাকলেই ছেলের অসুস্থতার কারণেই খেলতে পারছেন না বামহাতি এ ওপেনার।
নান্নু বলেন, ইমরুলকে নিয়ে আমরা চিন্তা-ভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে… সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে ইমরুল এখন ক্যাম্পেও নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি, দ্রুতই সে খেলায় ফিরে আসবে।
শেষ দুই টেস্টে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। আফগানদের বিপক্ষে তামিম না থাকায় সাদমানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার কিংবা লিটন দাস।
এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, তামিম নেই তাই আমাদের ব্যাক আপ খেলোয়াড়ের দিকে তাকাতে হবে। লিটন, সৌম্য ওরা আছে।
সুত্রঃ বিডি প্রতিদিন
Leave a Reply