শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে মাদকের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

হবিগেঞ্জের চুনারুঘাটে মাদকের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট মধ্যবাজার অভিযান চালিয়ে ওসি শেখ নাজমুল হকের নির্দেশনায় এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ ১২০পিস ইয়াবাসহ শেখ শামীম (২২)কে গ্রেফতার করেন। আটক শামীম ঢাকা গাজিপুর জেলার শ্রীপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আসামপাড়া সীমান্ত থেকে এসআই মোসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। আটক মাদক ব্যবসায়ীরা হল সিরাজ(৩৮) মর্তুজ আলী(৪৫) চিনু মিয়া(৪৫) আব্দুল জলিল(৩৫) ওসি শেখ নাজমুল হক জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। চুনারুঘাট উপজেলার ভারত ঘেষা সীমান্ত এলাকার সব মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিশেষ তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী অভিযান চলছে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। উপজেলায় কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। যদি কোন ব্যক্তি মাদক কারবারির কোন সহযোগীতা বা তদবির করেন তাদের তালিকা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদক নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছি শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে আমরা সচেষ্ট । আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের এই ভয়াবহতা থেকে আমরা সকল প্রকার অভিযান অব্যাহত রয়েছে। ভারত সীমান্তের লোকজন জানান নবাগত ওসি শেখ নাজমুল হক যোগদানের পরই মাদক ব্যবসাসহ অপরাধ অনেকটা তুলনা মুলক কমে এসেছে। ইতিমধ্যে অভিযানের পর হতে মাদকের বড় বড় কারবারিরা গাঁ ঢাকা দিয়েছে। তিনি আরও বলেন তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে বিচারের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।চুনারুঘাটে মাদকের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com