শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

চুনারুঘাট ১৫ই আগস্ট উপলক্ষে বিভিন্ন সংগঠনের জাতীয় শোক দিবস পালন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ২৮৭ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালণ করেছে। সারা দেশের মতো চুনারুঘাট আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল, প্রার্থনা সভা ও শিরনী বিতরণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপ জেলা প্রশাসনের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর

এর মধ্যে সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সেখান থেকে র‌্যালি এবং সকাল সাড়ে ১০টায় এনামুল হক মস্তফা শহীদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সহকারী কমিশনার ভূমি স.ম আজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, এলজিইডি অফিসার মিশুক দত্তসহ প্রশাসন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যুবকদের মাঝে ঋণ প্রদান করছেন অতিথিরা

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, সুবিধাজনক সময়ে জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করেন, পরে যুবকদের মাঝে ঋন বিতরণ করা হয়। এছাড়াও মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল এবং মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সকল মন্দির গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com