বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে টমটম ভাড়া নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত অর্ধশতাধিক॥ আটক ৬

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ আজমিরীঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পিরিজপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরে ৬ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ওই গ্রামের হিরাজ মিয়ার ছেলে ক্যাপ্টেন মিয়া ও কুতুব উদ্দিনের ছেলে হাসানের মধ্যে কথা তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এ সময় একে অপরকে অশালীন গালাগাল দেয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের পার্শ্ববর্তী রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন। এদের মাঝে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনসুর আলী, কুতুব উদ্দিন, হাসান মিয়া, শেকুল মিয়া ও খুশবানুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত লোকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহিত মিয়া, হাফিজ উদ্দিন, এরশাদ মিয়া, পারভেজ মিয়া, মহসিন আহমেদ ও নূর মিয়াকে আটক করে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, টমটমের ভাড়া দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com