সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

চুনারুঘাট বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ৩ দুইজনকে কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ।। হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্তে এলাকার চিমটিবিল খাসপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, রামদা, নগদ টাকা, তার কাটার যন্ত্র ও মোটরবাইকসহ ৩জনকে আটক করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল বিওপির হাবিলদার জাকিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকা ১৯৭৩ পিলারের ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদেরকে। এ সময় বিজিবির আঁচ পেয়ে স্থানীয় ওয়াহিদ মিয়ার ঘরে প্রবেশ করে আটককৃতরা। বিজিবি ওয়াহিদের ঘর তল্লাসি করে ২কেজি ভারতীয় গাঁজা, ১টি দেশীয় রামদা, ২টি তার কাটার যন্ত্র, ১টি পালসার মোটরবাইক ও নগদ টাকা উদ্ধার করে। আটকৃতরা হল উপজেলার সুন্দরপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া ( ৩০) ও মানিকভান্ডার গ্রামের হীরা মিয়ার পুত্র জুয়েল (৩২) ও ভারতের খোয়াই উপজেলার ত্রীবেদী দেববর্মার পুত্র ধরমেন্দ্র
দেববর্মা (৩২) কে আটক করেন। অপর একজন পালিয়ে যায়। পলাতক শাহিন মিয়া (৩২)
চিমটিবিল খাসপাড়ার মৃতঃ শুকুর আলীর পুত্র। এদের মধ্যে মাদক ব্যবসায়ী ওয়াাহিদ ও জুয়েলকে চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ভারতীয় নাগরিক ধরমেন্দ্র দেববর্মাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে চুনারুঘাট থানায় হস্থান্তর করা হয়। বিজিবি চিমটিবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com