হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরের পিটিআই সড়ক থেকে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রেজুয়ান আহমেদ (১৫) নামে এক ছাত্র নিখোজ হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করার জন্য পুলিশ সাড়াশি অভিযান চালিয়েছে। সে শায়েস্তানগর কবরস্থান এলাকার আদনান ভিলার মরম আলীর পুত্র। এ ঘটনায় ওই ছাত্রের মা রুনি আক্তার গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানায় একটি জিডি দায়ের করেছেন। তিনি জানান, তার পুত্র রেজোয়ান বুধবার দুপুরে একটি নষ্ট বাইসাইকেল বিক্রি করার জন্য শহরের পিটিআই রোডে যায়। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে তাদের সন্দেহের সৃষ্টি হয়। অনেক জায়গায় খোজাখুজি করে তাকে না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরি করা হয। ডায়েরি করার পর থেকেই পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়েছে।
Leave a Reply