রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুণই গ্রামে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, গুণই গ্রামের সাবেক ইউপি সদস্য কালা মিয়া নুরুল ইসলামের সাথে বর্তমান ইউপি সদস্য জমির আলীর মাঝে মদনমুরতের একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল উভয়পক্ষ জলমহালের বাঁধ কেটে মাছ ধরতে যায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে খাগাউড়া ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম, মেম্বার জমির আলী, মেম্বার কালা মিয়া, লিলু মিয়া, আলাল মিয়া, রাসেল মিয়া, আশিকুর রহমান, রুহুল আমিন, সাদিকুর রহমান, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সুবিন্দ্র সূত্রধর, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, শচীন্দ্র সূত্রধর, তরিকত উল্লা, রুবেল মিয়া, বজলু মিয়া, সাইফুল ইসলাম, শাওন, ইব্রাহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল আওয়ালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com