চুনারুঘাট প্রতিনিধিঃ– চুনারুঘাট উপজেলার পুরান বাজারের এক কাঁচা মাল ব্যবসায়ীকে তার দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি চক্র। জানা যায়, রবিবার রাত আটটার দিকে পুরান বাজারের কাঁচা মাল ব্যবসায়ী আজমান মিয়ার দোকানে ইয়াবা ট্যাবলেট রাখে ওই চক্র। এসময় শায়েস্তাগঞ্জ ব্যাব-৯ এর একদল সদস্য আজমানের দোকানে অভিযান চালাতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধ করে। তখন
সিভিল পোশাকের র্যাব পরিচয়ধানকারী দুইজন লোকসহ র্যাবের সোর্স পারভেজ মিয়া ও তৌফিক মিয়া শায়েস্তাগঞ্জ পুরান বাজারের কাঁচা মাল ব্যাবসায়ী আজমান মিয়ার দোকানে মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট আছে বলে দোকানে তল্লাশী শুরু করে। এসময় ব্যবসায়ী আজমান চ্যালেঞ্জ করলে আশপাশের দোকানদারসহ লোকজন এগিয়ে এসে র্যাবের সোর্স পারভেজ মিয়া ও তৌফিক মিয়াকে আটক করে। তখন সোর্স পারভেজের হাতে একটি কালো পলিথিনের পুতলা ছিল। জনতা আটককৃত সোর্সদের জিজ্ঞাসা করলে তারা জানায় চুনারুঘাট উপজেলার রজব আলী ও মোঃ ফরিদ মিয়াসহ কয়েকজন লোক ব্যবসায়ী আজমানকে ফাঁসাতে তার দোকানে ইয়াবা ট্যাবলেট রাখার জন্য আমাদেরকে বলে। তাদের পরামর্শে আমরা এ কাজ করেছি।
উল্লেখ্য, যে ষড়যন্ত্রকারী রজব আলীর সাথে ব্যবসায়ী আজমান মিয়ার বিভিন্ন বিষয়ে মামলা মোকদ্দমা চলছে। এ ব্যাপারে সোমবার উপজেলার শিমুলতলা গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ আজমান মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply