হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার পৃথক সংঘর্ষে আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৩ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিচিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বোর জমিনে সেচ ও পারিবারিক বিরোধ নিয়ে এসব সংঘর্ষের সুত্রপাত হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাইফুল আলম জানান- শনিবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ওই হাসপাতালে ৩৫ জন রোগী সেবা নিতে এসেছেন। তাদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে সেবা নিয়েছেন ১০ জন। তারা হলেন, ওই উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র আব্দুল মোতালিব (৩১) বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের ইমাদ উদ্দিনের স্ত্রী মোছাঃ আফতারুন্নেছা (২০) ওই ইউনিয়নের নিজ চৌকি গ্রামের আব্দুল মজিদের পুত্র মামুন মিয়া (১৪), আবু সিদ্দিকের পুত্র মাশুক মিয়া (১৬), আনোয়ার মিয়া ((১৮), আব্দুল হক মিয়ার পুত্র শাহিদ মিয়া (১৭), নিজ চৌকি গ্রামের মৃত জমাদার মিয়ার পুত্র আব্দুল হামিদ (৪৫), আব্দুল হান্নান (৫৫), আক্কাস আলীর পুত্র আল-আমীন (২৫) ও দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৩৮)। তাদের মধ্যে আল-আমীন, শাহিদ মিয়া ও মাশুক মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply