নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নেতাকর্মীদের বিরাজ করছে উৎসাহউদ্দীপনা। আগামী ১০ মার্চ ১ম ধাপে এক সাথে জেলার ৮টি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর বিএনপি যখন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে না আসার পক্ষে অবস্থান নিয়েছে তখন জয়ের লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। তৃণমূলের মতামতের উপর ভিত্তি করে হবিগঞ্জের ৮ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে দলটি। গতকাল শনিবার রাজধানী ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এর মধ্যে ৮ উপজেলায় চূড়ান্ত নৌকার কান্ডারীরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বানিয়াচং উপজেলায় সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, নবীগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, বাহুবল উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, চুনারুঘাট উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান।
এদিকে, গতকাল উল্লেখিত সময়ে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা সাথে উল্লাসে মেতে উঠেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এছাড়াও নিজ নিজ নেতা ও প্রিয় মুখগুলির ছবি ফেসবুকে আপলোড করে ভোট দোয়া ও সমর্থন চাচ্ছেন তারা।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের টিকিট আমার হাতে দিয়েছেন। আশা করি দল ও নেত্রীর আস্থা আমি বিজয়ের মাধ্যমে উপহার দিতে পারব। এছাড়াও তৃণমূলে ব্যাপক সারা পাচ্ছেন বলেও জানান তিনি। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। পরিশেষে জননেত্রী শেখ হাসিনা তাকে সদর উপজেলায় মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply