নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। (৩ জুন) চুনারুঘাট উপজেলার ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চুনারুঘাট পৌরসভা বনাম ৩ নং দেওরগাছ ইউনিয়ন। ট্রাইবেকারে ৩ নং দেওরগাছ ইউনিয়নকে পরাজিত করে পৌরসভা বিজয়ী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারী কমিশনার ভূমি, মিলটন চন্দ্র পাল, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, সহ ফুটবল টুর্নামেন্ট আয়োজকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। এ সময় খেলায় অংশ গ্রহনকারী সকল খেলোয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply