নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার কালিশিড়ি এলাকায় জমি সংক্রান্তের জের ধরে দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। এ সময় সংঘর্ষে কমপক্ষে নারীসহ ১০ জন আহত হয়ছেন। গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন: আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে মো: রুহুল আমিন (৫৫), মৃত আব্দুল খালেকের মেয়ে রাফি আক্তার ( ৩৩), ফারুক মিয়ার ছেলে তানভীর আহমেদ(১৫), মনির মিয়ার স্ত্রী মোছা:পারুল আক্তার(৩০), রুহুল আমিনের ছেলে মো: ফারুক মিয়া(৩৬) মো: ইজাজ মিয়ার স্ত্রী আকলিমা আক্তার(২৮) । আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সফি উল্লাহ ও মঈন উদ্দিন গংদের সাথে রহুল আমিনের জমি সংক্রান্ত নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ সোমবার মঈন উদ্দিন ও তার ছেলে বাপ্পির সাথে জমির শ্রমিক নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঈন উদ্দিন, বাপ্পি, রকি, কাউছার, হুছন, নুরুল্লাহ, নাসীর সহ একদল লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষে ১০ জন লোক আহত হন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘনটায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply