নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে চার মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ অর্থদ- ও করাদ- প্রদান করা হয়। আটককৃত মাদক সেবীরা হল, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত দেবেন্দ্র সরকারের ছেলে নিরঞ্জন সরকার (৪৫), শেরপুর গ্রামের বড়বাড়ির আতাউর রহমান চৌধুরীর ছেলে পারভেজ চৌধুরী (৩৪), রাধানগর গ্রামের মৃত আলমগীর চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে হৃদয় মিয়া (২৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার করগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের বিভিন্নস্থানে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে ৪ মাদক সেবীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত মাদক সেবী নিরঞ্জন সরকার (৪৫)কে ১বছরের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের কারাদ-, পারভেজ চৌধুরী (৩৪)কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদ-, জয় চৌধুরী (২০)কে ১মাসের বিনাশ্রম কারাদ-, ও হৃদয় মিয়া (২৪) কে ১মাসের কারাদ- প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply