মোঃ মাসুদ আলম চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার পৌরসভা প্যানেল মেয়র মনোনীত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সাইফুল আলম রুবেল এর সভাপতিত্বে ও পৌর সচিব নুরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,চুনারুঘাট পৌরসভা (২০০৫) ইংরেজী তে প্রতিষ্টিত হয়। প্রতিষ্টার পর হতেই চুনারুঘাট উপজেলা আদালত ভবনে অস্থায়ী ভাবে চলেছে মন্তর গতিতে উন্নয়ন কার্যক্রম। তবে বর্তামানে “ক” শ্রেনীর পৌরসভার হিসাবে রুপান্তরিত হয়েছে। যার মোট আয়তন ৮.১ বর্গ কিঃ মিঃ (প্রায়)
মোট ওয়ার্ডের সংখ্যা ৯ টি, জনসংখ্যা (২৩,৯২৫) জন। ভোটার সংখ্যা (২০০৮ ইং),পুরুষ- (৪৮৯৬) জন,মহিলা- (৫০১৬) জন। এ পড়িসরে ‘ক’ শ্রেনীর পৌরসভায় নির্বাচনে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে গত (১৪) ফেব্রুয়ারী নির্বাচন শেষে মেয়র ও কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলগণ দায়িত্ব গ্রহন করেন। অতঃ পর আজ পৌরসভার উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে গঠিত হয় প্যানেল মেয়র।পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যক্তি ও সকল কাউন্সিলগণের উপস্থিতিতে সকল কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলগণের প্রাপ্ত সমর্থন ভোটে ২নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল হান্নান (৯) ভোটে প্রথম ও ৫নং ওয়ার্ড কাউন্সিল আরজু মিয়া (৮) ভোট দ্বিতীয় ও সংরক্ষিত নারী কাউন্সিল ফেরদৌস বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র নির্বাচিত হন।
এ সময়ে উপস্থিত সকলের উদ্দেশ্য নির্বাচিতগণ দায়িত্ব পালন সফলভাবে করার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
Leave a Reply