নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাট উপজেলার চাবাগানের লালচান্দ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অপরাধবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে লালচান্দ মন্ডব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ এর সভাপতিত্বে মাহফুজ মেম্বারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আবু বককার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, ইন্সপেক্টর নুরুল ইসলাম, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ইন্সপেক্টর ( তদন্ত) চম্পক দাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: খালেদ তরফদার, লালচান্দ চাবাগানের ম্যানেজার মোফাজ্জল হোসেন, রাবার বাগানের ম্যানাজার মাহবুবুল আলম, ইউপি সদস্য শিফন ঘোষ, আ: মন্নান, আবুল কালা চৌধুরী এখলাছ, মো: সুমন মিয়া, সুজিত, মো: মাসুক মিয়া, শাহজাহান মিয়া, জিবন কুমার, সফিক মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন দলের নানা শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন । সভায় প্রধান অতিথি মাধবপুর সার্কেল মো: নাজিম উদ্দিন বলেন, অপরাধীদের কোন পরিচয় নেই। সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । কারো প্রতি পুলিশ পক্ষপাতিত্ব করেনা ।অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চিহ্নিত অপরাধী যাতে এলাকায় স্থান না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। অপরাধী যত বড় হউক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। প্রত্যেক পরিবারকে সকল অপরাধ প্রতিরোধে কঠোর হতে হবে। এজন্য পুলিশ আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।
Leave a Reply